কলাপাড়ায় স্কুলে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিলে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন ,কলাপাড়া:

কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল করায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। এতে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী শিক্ষার্থীরা স্কুলে অনুপস্থিত ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, স্থানীয় দুই গ্রুপের মধ্যে প্রতিযোগিতা আয়োজন নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। একটি পক্ষ তাদের নিজস্ব খরচে অনুষ্ঠান আয়োজন করতে চাইলে অন্য পক্ষ অভিযোগ করে যে, তাদের দাওয়াত দেয়া হয়নি। তিনি জানান, দুই পক্ষের সমঝোতার জন্য নতুন তারিখ নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।

উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন শিকদার বলেন, “শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অংশগ্রহণের অধিকার রয়েছে। অভিভাবকদের চাহিদা অনুযায়ী বার্ষিক অনুষ্ঠান আয়োজনের জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হোক।”

এদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোনো অনিয়ম বা বিধি বহির্ভূত কার্যকলাপ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত এই সমস্যার সমাধান চান এবং বিদ্যালয়ে নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ