খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুর জেলার কাউখালীতে জামাইসহ চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। এরা হলেন, ধাবড়ি গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে আলমগীর হোসেন (৩৪), এলাকার জামাই বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধলনগর গ্রামের সুকুমার মজুমদারের ছেলে তাপস মজুমদার তুষার (৪০) ও তাদের সহযোগী উপজেলার ধাবড়ি গ্রামের মোকলেসুর রহমানের ছেলে রেন্ট এ কার চালক বিল্লাল হোসেনকে (৩২)।
মঙ্গলবার রাতে স্থানীয়রা খবর পেয়ে উপজেলার বান্দাকান্দা খালের পাশে রাখা আধা কেজি গাঁজাসহ ধরে ফেলে এবং থানা পুলিশে খবর দেয়। এসআই জয়নাল মোল্লা ঘটনাস্থল থেকে গাঁজাসহ ওই ৩ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে কাউখালী থানায় নিয়ে আসে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কাউখালী উপজেলাসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে। একাধিকবার এদের গ্রেফতার করা হলেও কোর্ট থেকে জামিন নিয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির জানান, এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। কাউখালী থানাসহ আদালতে আলমগীর হোসেন ও তাপস মজুমদার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।