কাউখালীতে দূর্গাপূজায় নাশকতার কোন হুমকি নেই – লেফটেন্যান্ট কর্নেল আরিফ

 

 

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

 

পিরোজপুরের কাউখালীতে দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলার সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফ। মঙ্গলবার সকালে উপজেলার কেন্দ্রীয় আখড়াবাড়ি পূজা মন্ডপ এলাকা পরিদর্শন করেন তিনি।

 

এসময় স্থানীয় এক সুধী সমাবেশে তিনি বলেন, দূর্গাপূজায় নাশকতার কোন হুমকি নেই। আপনারা নির্ভয়ে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করবেন। আমরা আপনাদের নিরাপত্তা দিব। রাত ১১ থেকে সকাল ৬ টা পর্যন্ত বেশি করে নজরদারি রাখতে হবে। নির্ভয়ে দূর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, ক্যাপ্টেন আনাস, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *