কাউখালীতে নাশকতা মামলায় কৃষকলীগ নেতা সহ গ্রেফতার ৭

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের কাউখালীতে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি কৃষকলীগ নেতা মনির কাজীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের রবিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কাউখালী সদর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি বাশুরি গ্রামের তোফাজ্জল কাজীর ছেলে মনির হোসেন কাজী (৫৩), রঘুনাথপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিব হোসেন হৃদয় (২৩), সদর ইউনিয়নের উজিয়াল খান গ্রামের উত্তম মৃধার ছেলে আবীর মৃধা (২২), শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের দিলু বিশ্বাসের ছেলে সাইফুল বিশ্বাস (২৫), সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের আজিজ খানের ছেলে মাহফুজ খান (২২), একই এলাকার খাইরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব (২০) ও অনিল দেবনাথের ছেলে বাধন দেবনাথ (১৯)।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, শনিবার রাতে বিভিন্ন অপরাধের অভিযোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গত ২ দিনে নাশকতার মামলার আসামি সহ বিভিন্ন মামলার ১২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *