আমাদের কণ্ঠ প্রতিবেদক:
কেরাণীগঞ্জের চাঞ্চল্যকর স্বামী হত্যা মামলার আসামী দ্বিতীয় স্ত্রী শারমিনকে গ্রেফতার করেছে র্যাব-১০। আজ ২৬অক্টোবর শনিবার কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানাযায়,পারিবারিক কলহের জেরধরে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন গোলাম বাজার তালতলা এলাকার ভাড়াটে জনৈক মোঃ নয়ন মিয়াকে হত্যার উদ্দেশ্যে ছুড়িকাঘাত করে তারই দ্বিতীয় স্ত্রী শারমিন (৩০) ঘটনাস্থল হতে পালিয়ে যায়। অতঃপর স্থানীয় লোকজন নয়নকে রক্তাক্ত আহত অবস্থায় চিকিৎসার জন্য মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার বর্তব্যরত চিকিৎসক নয়নের অবস্থা গুরুতর বুঝতে পেরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় নয়ন মারাযায়। উক্ত ঘটনায় নয়নের প্রথম স্ত্রী শাহানা আক্তার (২৩) বাদী হয়ে দ্বিতীয় স্ত্রী শারমিনের বিরুদ্ধে দক্ষিন কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩১, তারিখ-২৪/১০/২০২৪ইং। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী শারমিন আত্মগোপনে চলে যায়।
বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডে সরাসরি জড়িত ভিকটিম নয়নের দ্বিতীয় স্ত্রী শারমিনকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ ২৬অক্টোবর শনিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যাব-১০এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। #