আমাদের কণ্ঠ প্রতিবেদক
কেরানীগঞ্জে এক অটোরিকশা চালকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কেরাণীগঞ্জ মডেল থানাধিন কলাতিয়া ইউনিয়নের বেলনা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মোঃ রকি। সে একই থানার শাক্তা ইউনিয়নের নারায়নপট্টি গ্রামের মৃত লালন মিয়ার ছেলে। সে একজন অটোরিকশা চালক ছিল। পুলিশ নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ জানায়,কলাতিয়া ইউনিয়নের বেলনা শুটকির টেকের ইকো রিসোর্টের পাশের সুইচ গেটের সাথের একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় পথচারিরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়,এই এলাকাটি খুব নিস্তব্ধ। আশে পাশে জনবসতি খুবই কম। একসময়ে এখানে ছিনতাই হত।সম্ভবত অটোরিকশা ছিনতাই করতে চেয়েছিল কিন্তু বাধা দেওয়ার কারনেই চালককে নির্মমভাবে দুর্বৃত্তরা হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখে তার অটোটি নিয়ে পালিয়ে গেছে।