গাইবান্ধায় অবৈধ শিশু খাদ্য কারখানায় যৌথবাহিনীর অভিযান, আটক দুই 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা পৌরসভার শহরের কুঠিপাড়া এলাকায় নকল জুস, চিপস ও চকলেটসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনকারী দুটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে যৌথবাহিনি। মঙ্গলবার (২৭ মে) রাতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে এসব কারখানা থেকে নকল পণ্য জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি কারখানার মালিককে ৪ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেন।অপর কারখানার মালিক অঞ্জনা আখতার গর্ভবতী হওয়ায় মানবিক বিবেচনায় তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত দুই মালিক হলেন গাইবান্ধা সদর পৌর শহরের কুটিপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রঞ্জু মিয়া (৩২) ও হারুন অর রশিদের ছেলে মো. শাকিল মিয়া (৩০)।

অভিযান সূত্রে জানা যায়,  সরকারি অনুমোদন কিংবা বিএসটিআই এর অনুমোদন ছাড়াই এসব কারখানায় বিভিন্ন কোম্পানির নাম,  ঠিকানা ব্যবহার করে বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করা হয়েছিল।  মঙ্গলবার রাত সাড়ে ২ টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে। পরে বুধবার (২৮ মে) দুপুরে উদ্ধার করা নকল খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।দণ্ডপ্রাপ্ত দুই মালিক হলেন গাইবান্ধা সদর পৌর শহরের কুটিপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রঞ্জু মিয়া ও হারুন অর রশিদের ছেলে মো. শাকিল মিয়া কারখানা তিনটি সিলগালা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, ‘মানবস্বাস্থ্যের জন্য, বিশেষ করে শিশুদের জন্য এসব নকল খাদ্যপণ্য অত্যন্ত ক্ষতিকর। এ কারণে সংশ্লিষ্ট কারখানার মালিকদের মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানা তিনটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner