শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:
গাইবান্ধায় জুলাই শহীদদের স্মরণে পৌরপার্কে বিজয়স্তম্ভ চত্বরে বুধবার ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ। অনানুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার,বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন, ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ নির্মাণ কাজ করা হচ্ছে। গণপূর্ত বিভাগ এই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের তদারকি করছে।
নির্মাণ কাজের উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন,গাইবান্ধার জনগণের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে অম্লান করে রাখা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। উদ্বোধন শেষ জুলাই শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।