শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:
গাইবান্ধা দূর্নীতি, জুয়া,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্প।চলমান এ অভিযানের অংশ হিসেবে গত ১৭ সেপ্টেম্বর সাদুল্লাপুরে অভিযান চলিয়ে ২৬ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম ও জিয়াউল নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করছে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্প।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারি শফিউল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মৃত এলাহি বকশের ছেলে ও জিয়ারুল ইসলাম একই উপজেলার জনাব আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় সাদুল্লাপুর হাটের গরুহাটির সামনে রাস্তার ওপর একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এতে ২৬ কেজি শুকনা গাঁজাসহ কারটি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।