গাজীপুর চৌরাস্তা কাঁচা বাজার নিয়ে সিন্ডিকেটের অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত কাঁচামালের আড়ৎ।যাহা হক মার্কেট নামে পরিচিত। গত কয়েকদিন আগে এই বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪০টি দোকান। এদের পাশে দাঁড়ায়নি কোন সংস্থা কোন প্রতিষ্ঠান ও মালিকপক্ষ। এ বাজার ও বাজারের জমি সংক্রান্ত ব্যাপারে বিগত কয়েক বছর আগে সংবাদ প্রকাশ করে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন দুই সাংবাদিকসহ আরো একাধিক ব্যক্তিবর্গ।

জানা যায়, আওয়ামী শাসনামলে দলীয় প্রভাব বিস্তার করে বাসন থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবাহান বাজারটির ৭২ শতাংশ জমি অবৈধভাবে জবরদখল করে রেখেছিল। এবং মূল মালিক ও তার আত্মীয়-স্বজনসহ সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। এতে কারাবরণও করেন কয়েকজন। আওয়ামী সরকার পতনের পর জমির মূল মালিক নুরুল হক আদালতের নির্দেশনা মোতাবেক সেনাবাহিনীর কাছে অভিযোগ দায়ের করেন। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও আদালতের নির্দেশনা মেনে জমিটি তাকে বুঝিয়ে দেওয়া হয়। কোন দল বা ব্যক্তি এখানে যেন চাঁদাবাজি করতে না পারে তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তিনি হস্তক্ষেপ কামনা করেন।

বাজার সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলেন, প্রতিমাসে দোকান থেকে যে ভাড়ার টাকা উত্তোলন হয় তা বাসন থানায় জমা হয়। পুলিশের সুবিধামতো নির্দিষ্ট একটি তারিখ নির্ধারণ করে, তাদের সুবিধামতো সকল মালিকপক্ষকে ডেকে তিন ভাগে বন্টন করা হয়, প্রথম মাসে প্রায় আট লক্ষ টাকা নিয়ে নেয় পুলিশ । এছাড়াও দ্বিতীয় মাসে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা নেয় এবং এই তৃতীয় মাসে সংবাদ কর্মীরা বিষয়টি জানার কারণে থানায় টাকা পৌঁছেনি ফলে বাসন থানার ওসি শাহিন খান মালিকপক্ষদের ডেকে সমস্ত টাকা যৌথ একাউন্ট করে ব্যাংকে জমা দেওয়ার নির্দেশনা দেন। এছাড়াও মাছ বাজারের মাছ বিক্রির পর অবশিষ্ট উৎকৃষ্ট বর্জ্য বিক্রির টাকা থানা পুলিশের ভয় দেখিয়ে স্বপন নামে এক মালিকপক্ষ দোকানের কাছ থেকে নিয়ে নেয়। তবে এ বিষয়েও ওসি শাহীন খান বলেন, এরকম কোন ঘটনাই ঘটে নি।

জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হাসান বলেন,চৌরাস্তায় বাজারটিতে যেন আইন-শৃঙ্খলার অবনতি না হয় এবং কোন চাঁদাবাদ যেন আসতে না পারে সেদিকে সেদিকে খেয়াল রেখে থানা পুলিশকে ডিরেকশন দেওয়া আছে। অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটলে তার ব্যবস্থা নেওয়া হবে। তবে টাকা পয়সার ব্যাপারটি সম্পূর্ণ ভিত্তিহীন।স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন্য নিরাপত্তা বিভাগের উপসচিব বলেন, যাদের জমি বা যাদের বাজার তারা তাদের টাকা কিভাবে রাখবেন সেটা তাদের বিষয়। পুলিশের এখানে কোন ভূমিকা নেই। পুলিশ যদি এ কাজ করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ