(শ্রীপুর) গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সাফারী পার্কে গভীর রাতে অবৈধভাবে প্রবেশের দায়ে ১১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পার্ক কর্তৃপক্ষ। আটককৃতরা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদেরকে শ্রীপুর থানায় সোপর্দ করে। গাজীপুর সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো পটুয়াখারীর বাউফল উপজেলার আনারসি গ্রামের আবুল মুধার ছেলে সজল মৃধা (২৭), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ফুকলাকান্দি গ্রামের লিটন মিয়ার ছেলে ফাহিম মিয়া (২১), একই উপজেলার ধুলিহর গ্রামের ফজর আলীর ছেলে সাকিব মিয়া (২৩), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লাহরীপাড়া গ্রামের আমীর আলী ছেলে হাফিজুল ইসলাম (২০), চাঁদপুরের মতলব উপজেলার বহরী গ্রামের জসিম মিজির ছেলে শাহিদুল ইসলাম (২১), সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার ভাঙ্গাবাড়ী (পশ্চিম পাড়া) গ্রামের আব্দুস সামাদের ছেলে ইয়াকুব আলী (১৯), নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাও গ্রামের বাবুল ফকিরের ছেলে ওমর ফরুক (২০), একই জেলার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে রাকিব হোসেন (২৫), বারহাট্টা উপজেলার ডেমুরী গ্রামের আব্দুল্লাহর ছেলে রিফাত মিয়া (২১), ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার শাখুয়া গ্রামের আব্দুর রমীদের ছেলে আব্দুল কাইয়ুম (১৭) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ইসমাইল (১৯)। জিজ্ঞাসাবাদে তার প্রত্যেকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী শফিক মিয়ার মার্কেটে বিভিন্ন মালিকের অধীনে কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করে বলে জানায়।