শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উত্তেজিত জনতার গণপিটুনিতে হাবিল মিয়া (৫০) নামের এক ধর্ষক নিহত হয়েছে।নিহত হাবিল মিয়া পলুপাড়া গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
স্থানীরা সুত্রে জানায়, গত শুক্রবার বিকালে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের একটি শিশুকে ফুঁসলিয়ে তার বাড়ীতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় । পরে পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং এ ঘটনায় থানায় এজাহার দাখিল করে। গতকাল শনিবার রাতে এলাকাবাসী ধর্ষক হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর গণধোলাইয়ে নিহতের স্বীকার করে বলেন স্থানীয় লোকমরফত হাবিল মিয়াকে গণধোলাইয়ের কথা শুনে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়।