জনপ্রিয় সংবাদপাঠক ও গীতিকার সজল কুমার মিত্রকে প্রাণনাশের হুমকি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

আমাদের কন্ঠ প্রতিবেদকঃ

গণমাধ্যম ব্যক্তিত্ব্ সজল কুমার মিত্রকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রতিবাদে মুখর বিভিন্ন সংগঠন। এবার রাজধানীতে প্রকাশ্যে দুর্বৃত্তকর্তৃক লাঞ্ছিত হলেন দেশের অন্যতম সেরা সংবাদ উপস্থাপক, ক্রীড়া ধারাভাষ্যকার এবং গীতিকার সজল কুমার মিত্র। মিডিয়া পাড়ায় যিনি সজল মিত্র রিচার্ড নামে ব্যাপকভাবে জনপ্রিয়।

এ ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত জানান, গেলো ২৩ নভেম্বর, ২০২৪ শনিবার কারওয়ানবাজারের নিজস্ব অফিস থেকে বাসায় ফেরার পথে কাকরাইল ক্রসিং এলাকায় কিছু দুর্বৃত্ত তার মোটরবাইকের গতিরোধ করে। এরই মধ্যে পেছন থেকে এসে বেশ কয়েকজন তার পিঠে কিল-ঘুষি মারতে থাকে। অন্যদিকে, একজন চিৎকার করে সজল মিত্র রিচার্ডকে হুমকী দিতে থাকেন এই বলে যে, “হিন্দু হইয়া এই দেশে থাকলে এভাবে নিউজ পড়তে পারবি না, পড়লে তোর পরিবার আর চৌদ্দগুষ্টিসহ পরপারে পাঠায় দিমু”। এরমধ্যে একজন তার মোটরবাইক এবং মোবাইলটিও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে কৌশলে তিনি নিজের মোটরবাইক নিয়ে ঘটনাস্থল থেকে ত্যাগ করতে সক্ষম হন। পরবর্তীতে থানায় পুলিশকে জানাতে গেলে তারা সাধারণ ডায়েরী নিতেও অপরগতা প্রকাশ করেন। এ ঘটনার পর থেকে পরিবারসহ নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি। দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গণমাধ্যম ব্যক্তিত্ব সজল মিত্র রিচার্ডের ওপর হামলা এবং হুমকীর তীব্র নিন্দা জানিয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), প্রথম আলো বন্ধুসভাসহ নানা সংগঠন। সজল মিত্র রিচার্ডের নিজের কর্মস্থল দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনও এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সজল কুমার মিত্র (রিচার্ড) দেশের স্বনামধন্য সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনে খন্ডকালীন সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি, দেশের অন্যতম সেরা ফ্যাশন ব্র্যান্ড “টুয়েলভ ক্লদিং”-এ ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগে ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পরিষদের ফাইন্যান্স সেক্রেটারি এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর নির্বাহী কমিটির নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *