ঝিনাইদহে তাবলীগের সংবাদ সম্মেলন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মো:- মহিউদ্দীন, ঝিনাইদহ প্রতিনিধি:

টঙ্গী বিশ্ব ইজতেমা বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে ঝিনাইদহ জেলার উলামা মাশায়েখ ও শুরায়ে নেজামের তাবলীগের সাথীবৃন্দর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা শহরের পবহাটি এলাকার মারকায মসজিদ প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ঝিনাইদহ  জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমী। সংবাদ সম্মেলনে বলেন, গত ১৭ ডিসেম্বর রাতে সারাদেশ থেকে জড়ো হওয়া সাদপন্থী সন্ত্রাসীরা কামারপাড়া ব্রীজের উত্তর পশ্চিম কোণের টিনের গেট ভেঙ্গে ইজতেমা ময়দানে আমাদের ঘুমন্ত, তাহাজ্জুদ নামাজরত সাথীদের উপর ছুরি, রামদা, হকিস্টিক, বাঁশের লাঠি নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ৪ জনকে শহীদ করে। শত শত সাথীকে আহত করে এবং অনেককে গুম করে। এছাড়া দুই জনসাথীকে হত্যা করে। এমনকি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আমাদের সাথীদের উপরও হামলা চালায়। ইতিপূর্বে ২০১৮ সালের ১ ডিসেম্বর এই সাদপন্থী সন্ত্রাসীরা দিনে হামলা চালিয়ে শতাধিক  সাথীদের আহত ও পঙ্গু করেছিল। আমরা আজ পর্যন্ত কখনো শুনি নাই ইজতেমার ময়দানে টর্চলাইট ও হ্যান্ডমাইকের প্রয়োজন হয়।

বিগত ২০১৮ সালের এবং ২০২৪ সালের হামলা ও হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। ঝিনাইদহ চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রউফ, সরকারি কে. সি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাহীনুর ইসলাম, ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের প্রভাষক ওলিয়ার রহমান, ওজোপাডিকো ঝিনাইদহ এর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল জলিল এই চার জনকে অনতিবিলম্বে চাকুরী থেকে বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে।

সেসময় সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন তাবলীগের সাথী আলমগীর হোসেন, মোঃ আব্দুল হামিদ, আব্দুল করিম, আব্দুস সালাম ও পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আক্তারুজ্জামান।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement