ঝিনাইদহে বৃষ্টির পানিতেই ধ্বসে পড়ছে রাস্তা,যানবাহন চলাচল বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি:

অধিক  বৃষ্টির পানিতেই  ভেঙে গেলে শৈলকুপার কবিরপুর নতুন ব্রীজর একমাত্র রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন ট্রাক, পিকাপ, ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল, আটোসহ বিভিন্ন যানবাহন নিয়মিত চলাচল করে থাকে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, তৎকালীন বিএনপি সাকারের আমলে শৈলকুপা ও কবিরপুরের মাঝদিয়ে বয়ে যাওয়া কুমার নদীর উপর বাইপাশ সড়কের মাঝে একটি ব্রীজ নির্মাণ করে দুই পারের মানুষের যাতায়াতের সার্থে। এদিকে ব্রীজের দুই পাশের সড়কটি সংস্কার না করার কারণে গত দুই দিনের বৃষ্টির পানিতে রাস্তাটির একটি অংশ ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।এব্যাপারে ট্রাক চালক আলম জানান রাস্তাটি ভেঙে যাওয়ার কারনে বিপাকে পড়তে হয়েছে। যার কারনে বিকল্প রাস্তায় যাতায়াত  করতে হচ্ছে তাদের। তাতে সময় ও গাড়ির খরচ বেশি হচ্ছে।

 

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা এলজিইডি’র নির্বাহী  প্রকৌশলী মিজানুর রহমান জানান, শুনেছি বৃষ্টির পানিতে রাস্তার অর্ধেক অংশ ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুতই এ রাস্তাটি মেরামত করা হবে।

অপরদিকে রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। সেই সাথে  রাস্তাটি দ্রুত  মেরামতের  জন্য  কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *