ঝিনাইদহে লিজের জমি ফিরিয়ে নেয়ার জেরে ষাটোর্ধ বৃদ্ধকে হাতুড়িপেটা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

মোঃ মহিউদ্দীন,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে পুকুরের জমি লিজের মেয়াদ শেষ হলে জমির মালিকরা তা ফিরিয়ে নিলে প্রতিপক্ষের লোকজন ষাটোর্ধ বৃদ্ধ রাকিব খোন্দকারকে হাতুড়ি ও লাঠিপেটা করে মারাত্মক আহত করেছে। তাকে প্রথমে শৈলকুপা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আহতকে শংকটাপন্ন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থানান্তর করেছেন বলে পুলিশ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে।

রাকিব খোন্দকারের ছোট ভাই খোন্দকার রাহিদুল করিম সাইদ জানান, ফজরের নামাজের পরপরই রাকিব খোন্দকার হাটতে বের হন। গ্রামের প্রাইমারি স্কুলের কাছে পৌছালে তাদের প্রতিপক্ষ আনিসুর রহমান, তার ছেলে লালন ও আনিসুরের স্ত্রী তাকে আচমকা লাঠি দিয়ে পেটাতে থাকে। আনিসুরের স্ত্রী রাকিব খোন্দকারের গলায় গামছা পেচিয়ে মাটিতে শুইয়ে ফেললে সবাইমিলে হাতুড়ি ও লাঠি পেটা করতে থাকে। বৃদ্ধের চিৎকারে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শংকটাপন্ন অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থানান্তর করেন। রাকিব খোন্দকারের ভাই সাঈদ জানান,আনিসুর রহমান ও আরো কয়েক জন তাদের পুকুর লিজনিয়ে মাছ চাষকর ছিলেন। কয়েক বছর আগে লিজের মেয়াদ শেষ হলে তাকে পুকুরটি ছেড়ে দিতে অনুরোধ করলে তিনি অস্বীকৃতি জানান। একপর্যায়ে ২-৩ বছর আগে তার কাছ থেকে পুকুরটি ফিরিয়ে নেয়া হলে দ্বন্দ শুরু হয়। আর সে কারণেই তার বয়স্ক ভাইকে অতর্কিতে রাস্তায় ফেলে অমানবিক ভাবে পেটানো হয়। শুধু তার ভাইকে পিটেয়েই আনিসুর রহমানরা ক্ষান্ত হয়নি, তাকেও  মেরে ফেলার হুমকি দিচ্ছে বিধায় জীবনের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খানের সাথে আলাপ করলে তিনি জানালেন, পদমদিতে এক ব্যক্তিকে পিটিয়ে আহত হবার খবর তিনি পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়েছেন। তিনি ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন। তবে ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানালে তারা আইনগত ব্যবস্থা নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *