টেকনাফ থানা পুলিশের অভিযানে ৩ অপহরণকারী আটক

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় সম্পত্তির লোভের যড়যন্ত্রে ডাকাতের হাতে অপহৃত হওয়া বেলালকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত থাকা বেলালের চাচা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে দাবি প্রায় ৭০ লাখ টাকা দাবি করে আসছিল। বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই চক্রকে গ্রেপ্তার করে।

অভিযানে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার ফকির মিস্ত্রীর ছেলে আবছার উদ্দিন (৩৩), একই এলাকার আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) এবং বাহারছড়া দক্ষিণ শীলখালী এলাকার মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই দস্তগীর হোসাইনের নেতৃত্বে স্থানীয় জাহাজপুরা নামক স্থানে পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার বেলালকে উদ্ধার ও জড়িত দুই ডাকাতকে অস্ত্রসহ এবং ষড়যন্ত্রে জড়িত চাচাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে টেকনাফ মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *