এস এম আলমগীর হোসেন, কলাপাড়া (পটুয়াখলী) প্রতিনিধিঃ
অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে বাড়ি-ঘর, চলাচলের রাস্তাঘাট, জনপদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে টিয়াখালী লোন্দা ব্রিজের সংযোগ সড়কে মানববন্ধন সমাবেশ করা হয়েছে।
সোমবার সকাল দশটায় সেখানকার বাসিন্দা আড়াই’শ পরিবারের নারী-পুরুষ মানববন্ধন করেন। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, সোহেল মোল্লা, হালিমা আয়শা, শাহীন মোল্লা, মেহেদী হাসান, মোশাররফ হাওলাদার, বেল্লাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,’পশ্চিম লোন্দা গ্রামের ২৫০ টি দরিদ্র পরিবার প্রায় ৩০ বছর ধরে বসবাস করছি। আামরা বানের জলে ডুবে ভাসি। আামরা বেঁচে থাকার জন্য, কৃষি জমি রক্ষায় একটি বেড়িবাঁধ চাই। বন্যা ছাড়াও অমাবস্যা-পূর্নিমায় পানিতে ডুবে ভাসি। মানবেতর জীবনযাপন করছি। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। তাই স্লুইসগেটসহ বেড়িবাঁধ নির্মাণ করার জন্য সরকারের কাছে আবেদন জানাই। অসহনীয় দূর্ভোগ থেকে আমাদের বাচানে হোক।’ মানববন্ধনে শত শত নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়।