নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা ক্লাব ও গুলশান নর্থ ক্লাবের পরিচালক মুজিবুর রহমান মৃধাকে ঢাকাস্থ ভান্ডারিয়া কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি গুলশান নর্থ ক্লাবে ঢাকাস্থ ভান্ডারিয়া কল্যাণ সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার হাফিজুর রহমান হাওলাদারের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট ফিরোজ আলম (সদস্যসচিব) নির্বাচন কমিশন।
ঢাকায় বসবাসরত ভান্ডারিয়ার সর্বস্তরের ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং তাদের সমর্থনে মুজিবুর রহমান মৃধাকে সর্বসম্মতিক্রমে সভাপতি এবং হাসান ইকবাল বেপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খান।