তেলের পাইপ লাইনে আগুন লেগে আহত বাবা ছেলের মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

(শ্রীমঙ্গল) মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন ইলামপাড়া গ্রামে পেট্রো বাংলার তেল পাইপলাইন লিকেজ হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর আহত ৩জনের মধ্যে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. ইসলাম উদ্দিন (৫০) ও তার ছেলে রেদুয়ান মিয়া (২০) মারা যায়। নিহত ইসলাম উদ্দিনের স্ত্রী গুরুতর অবস্থায় চিকিৎসাধিন রয়েছেন।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের ইলামপাড়ায় পেট্রো বাংলার তেল পাইপ লাইনে আগুন লাগলে তেল ছড়িয়ে পড়ে ছড়ায়। ছড়ায় মাছ ভেসে উঠলে মাছ ধরতে নামলে পেট্রোল থেকে হঠাৎ আগুন লাগলে একই পরিবারের ৩জন গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় মো. বশির মিয়া (৫০) বশির মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪৫) ছেলে রেদোয়ান মিয়া (২০)- কে শ্রীমঙ্গলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশংকাজনক থাকায় সিলেট থেকে তাদের ঢাকা প্রেরণ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ