খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
শেখ হাসিনার সরকার পতনের মূল কারন দুঃশাসন ও নির্যাতন। তার দুঃশাসনের কারনে ছাত্রলীগ আজ নিষিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোণীত প্রার্থী মাসুদ বিন সাঈদী। গতকাল শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন মাসুদ বিন সাঈদী।
প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদর সঞ্চালণায় এ সভায় তিনি আরো বলেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষ কিন্তু দেশ শাসন করে মুষ্টিমেয় কিছু মানুষ। আর সেই সকল মুষ্টিমেয় মানুষের দুর্লীতি করার কারনেও দেশকে বিভাজনের পথে ঠেলে দেয়ার কারনে,দেশের সম্পদ বিদেশে পাচার করার কারনে আজকে আমরা ধুকে ধুকে মরছি। বাংলাদেশে সম্পদের কোন অভাব নেই। আমাদের সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদ। ১৮ কোটি মানুষ ৩৬ কোটি হাত কিন্তু আমরা তার যথাযোগ্য ব্যবহার করতে পারছি না। কারন আমাদের মাথায় পচন ধরার কারনে শরীরেও প্যারালাইসড হয়ে যাচ্ছি। আমরা যারা দেশের শাসন ব্যবস্থায় ছিলাম তারা যদি দেশটাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি বা নিজেকে দেশের শাসক না ভেবে জনগনের সেবক মনে করতেন তাহলে দেশের অবস্থা এমন হত না।
পিরোজপুরের উন্নয়ন প্রসঙ্গে মাসুদ সাঈদী আরো বলেন, বিগত ১৫/১৬ বছরে এই এলাকায় তিনজন জাদরেল এমপি ও সরকারের গুরুত্বপূর্ণ ২ জন মন্ত্রী থাকলেও এলাকার মানুষের জন্য দৃশ্যমান কোন উন্নয়নই করেন নাই। বিগত দিনে পিরোজপুরের যা কিছু উন্নয়ন হয়েছিল তার তার পিতা দুইবারের এমপি আল্লামা দেলাওয়র হোসেন সাঈদীর সময়ই।
এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, তবে প্রশাসনের তোষামুদি না করে জনগনের এবং সাংবাদিকদের সাথে সমন্বয় করে সবার সহযোগিতা নিয়ে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পিরোজপুর গড়ে তুলবেন। কেননা সাংবাদিকরা সব সময় সহায়ক শক্তি হিসাবে কাজ করে থাকে। সকলের ভুলত্রুটি তারাই পারে মানুষের সামনে তুলে ধরতে। মতবিনিময় সভায় প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক, জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান ও জেলা জামায়াতের অণ্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।