নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘ এক বছরের পথচলা শেষে আজ এক অনন্য অর্জনের দিগন্তে পৌঁছেছে দৈনিক প্রলয় । প্রতিষ্ঠার শুরু থেকে পাঠকের আস্থা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যে দেশের পাঠকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিশেষ মুহূর্তে আমরা ফিরে দেখি আমাদের সাফল্যের গল্প, পাঠকের ভালোবাসা এবং আগামী দিনের স্বপ্ন। দৈনিক প্রলয় পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় পত্রিকাটির হল রুমে কেক কাটার মধ্যে দিয়ে পত্রিকাটির সফলতা কামলনার উদ্দেশ্যে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক প্রলয় পত্রিকাটির প্রধান সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজা এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন দৈনিক রূপছায়ার ভারপ্রাপ্ত সম্পাদক, মোঃ মেহেদী হাসান, উপস্থিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক- মোহম্মদ মাসুদ, দৈনিক আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদক- মিয়াজী সেলিম আহমেদ, সিনিয়র সাংবাদিক বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়নের পরিষদের সভাপতি- রেজাউল ওয়াদুদ, উপদেষ্টা মন্ডলের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মোল্লা -বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম সভাপতি -আহমেদ আবু জাফর, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক নির্বাহী সদস্য -এইচ এম আল আমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য -মোঃ ফখরুল ইসলাম , ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য -এনামুল ইসলাম তুহিন, দৈনিক রূপছায়া নির্বাহী সম্পাদক -আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক- মোঃ আনিসুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক -আতিকুর রহমান শিপন, রেজাউল ওয়াদুদ প্রমুখ।
গত এক বছরে দেশ ও জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দৈনিক প্রলয় সর্বদা ছিল নির্ভরযোগ্য সংবাদমাধ্যম। গ্রামীণ জনপদের সমস্যা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনের বড় ঘটনা—সবকিছুই নিরপেক্ষ ও সাহসী ভঙ্গিতে তুলে ধরেছে এ পত্রিকা। দুর্নীতি, অনিয়ম, সামাজিক বৈষম্য ও জনগণের ন্যায়বিচারের বিষয়গুলোতে নিরলসভাবে সোচ্চার থেকেছে দৈনিক প্রলয় । পাশাপাশি সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া ও তরুণ প্রজন্মের ইতিবাচক কর্মকাণ্ডের চিত্রও সমান গুরুত্বের সাথে প্রকাশ করেছে।
এক বছরের এই যাত্রায় পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের সহযোগিতা আমাদের প্রাপ্তি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে গেছি, পেয়েছি সাধারণ মানুষের আস্থা। সমালোচনা ও পরামর্শকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করে আমরা প্রতিনিয়ত নিজেদের উন্নত করতে সচেষ্ট থেকেছি।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে শুধু উৎসব নয়—এটি নতুন অঙ্গীকার, নতুন দায়িত্ব ও নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে আরও শক্তিশালী, আধুনিক ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশ ও জাতির পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। পাঠকের চাহিদা অনুযায়ী প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা, গবেষণাধর্মী প্রতিবেদন এবং জনসচেতনতামূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা বিশ্বাস করি পাঠকের ভালোবাসা ও আস্থাই আমাদের মূল শক্তি। আগামী দিনের পথচলায় এই আস্থা নিয়েই দৈনিক প্রলয় এগিয়ে যাবে নতুন আলোর পথে, নতুন অঙ্গীকারে।