[দাপ্তরিক বিজ্ঞপ্তি]
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশন করে আসা ‘দৈনিক আমাদের কণ্ঠ’ এবার আরও আধুনিক ও গতিশীল রূপে প্রবেশ করেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। সময়ের পরিবর্তনে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ডিজিটাল সংবাদ পরিবেশনার প্রতি গুরুত্ব বাড়ায় পত্রিকাটি সম্পূর্ণ আলাদা একটি ডিজিটাল মিডিয়া বিভাগ চালু করা হয়েছে।
ডিজিটাল মাধ্যমকে আরও কার্যকর ও জনমুখী করতে ইতোমধ্যে দেশব্যাপী নতুন করে প্রতিনিধি নিয়োগ কার্যক্রম শুরু করেছে। এদিকে, যাঁরা পূর্বে প্রিন্ট মিডিয়ায় প্রতিনিধিত্ব করেছেন, তাঁরাও বহাল থেকে নতুন নির্দেশনায় কাজ চালিয়ে যাচ্ছেন।
নতুন এই অভিযাত্রার নেতৃত্বে রয়েছেন ‘দৈনিক আমাদের কণ্ঠ’-এর সৃজনশীল সাংবাদিক মোঃ রাহাত ইসলাম। তিনি প্রায় ৫ বছর ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পত্রিকাটিতে কাজ করে আসছেন। তাঁর এ দীর্ঘ অভিজ্ঞতা ও কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ-এর পরামর্শে এবং প্রকাশক ও সম্পাদক মোজহারুল হক শহীদের সিদ্ধান্তে তাঁকে ‘ক্রিয়েটিভ সম্পাদক’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণের পর মোঃ রাহাত ইসলাম পত্রিকাটির কার্যক্রম বিশ্লেষণ করে ডিজিটাল মিডিয়াকে আরও আধুনিক ও সার্বজনীন করার উদ্যোগ গ্রহণ করেন। তিনি প্রিন্ট ও ডিজিটাল মিডিয়াকে দুটি পৃথক বিভাগ হিসেবে পরিচালনার নীতিতে অটুট থেকে নতুন ধারার ডিজিটাল সংবাদ পরিবেশনায় এক নতুন দিগন্তের সূচনা করেছেন।
পত্রিকার নতুন এ রূপান্তর ও পথচলায় সবার সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছে ‘দৈনিক আমাদের কণ্ঠ’ পরিবার। ডিজিটাল যুগে পাঠকের দোরগোড়ায় আরও দ্রুত, নির্ভুল ও সৃজনশীল সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই নতুন পদক্ষেপ চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।