শেখ লিটন আহামেদ রানা, নবাবগঞ্জ,
ঢাকার নবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে রঞ্জন চক্রবর্তী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার কিছু সময় পরই তার মৃত্যু হয়।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঞ্জন চক্রবর্তী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন রাজধানীর পুরান ঢাকায় বসবাস করতেন। সম্প্রতি অসুস্থ হয়ে নবাবগঞ্জ উপজেলার চূড়াইন এলাকায় বোনের বাড়িতে আসেন তিনি।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, মৃত ব্যক্তি ৫ দিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও বমিতে ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু ঘটে।
তিনি আরও জানান, রঞ্জন চক্রবর্তীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট আসার আগেই তিনি মারা যান। বিষয়টি স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত ব্যক্তির সংস্পর্শে আসা স্বজন ও অন্যান্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে।
এদিকে করোনার উপসর্গ নিয়ে এমন মৃত্যুতে নবাবগঞ্জ উপজেলায় সতর্কতা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।