এমএকে.জিলানী :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাসস্টান্ডে প্রায় দেড় বছর ধরে আওয়ামী লীগ দলীয় সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর চতুর্থ তলা মার্কেটের ছাদের সাটারিং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সাটারিং এর বাঁশ ও তক্তা যেকোন মুহুর্তে খসেপড়ে পাশর্^বর্তী মার্কেট ও বাড়িতে পড়ে প্রাণহানীর আশংকা দেখা দিয়েছে।
বিষয়টি নিয়ে নাচোলের সাংবাদিক ও সুধীজনরা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় উত্থাপণ করেন। ওই সাটারিং এর সরঞ্জাম অপসারণ করতে নাচোল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন পৌরসভার নির্বাহী খাইরুল ইসলামকে অপসারণের নির্দেশ প্রদান করেন। কিন্তু অজ্ঞাত কারণে আওয়ামীলীগ দলীয় পলাতক সাবেক ভাইস চোয়রম্যান রেজাউল করিম বাবুর বিল্ডিং এর ৪র্থ তলার সাটারিং এর ঝুঁকিপূর্ণ সরঞ্জাম অপসারণ করতে পারেননি পৌর কর্তৃপক্ষ।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন জানান, পৌর নির্বাহী ও প্রকৌশলীকে বলা হয়েছে। কী কারনে এতদিনেও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম অপসারণ হয়নি তা আমাকে জানানো হয়নি। বিল্ডিং এর পার্শবর্তি মাওলানা তোফাজ্জল হক জানান, তিনি নিজেও পৌর প্রশাসককে বিষয়টি জানিয়েছেন কিন্তু পৌর কর্তৃপক্ষ ওইসব ঝুঁকিপূর্ণ সরঞ্জাম অপসারণ করছেনা। ফলে তিনিও ঝুকিতে বসবাস করছেন।