নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার পানি নিস্কাশনের জন্য ড্রেনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগে এলাকাবাসী চলমান কাজ বন্ধ করেছেন। মুরাদপুর যুব সমাজ সেবা সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ড্রেনের দু’দিকের ওয়ালের উপর প্লেট(স্ল্যাব)’র নির্মান কাজে অনিয়মের অভিযোগে ঢালাই কাজ বন্ধ করা হয়েছে।
তিনি জানান, ওয়াল ও স্ল্যাবের মধ্যের ফাঁকা স্থানে কোন রড বাইন্ডিং না করেই ঢালাই কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খালেক এন্টারপ্রাইজ এর শ্রমিকরা। মুরাদপুর যুব সমাজসেবা সংগঠনের অর্থসম্পাদক আব্দুর রাকিব, সদস্য মাহিদুর রহমান ও ওই গ্রামের আব্দুল খালেক অভিযোগ করে বলেন, প্রায় ৫ বছর যাবত চলমান কাজ অনিয়ম ও দূর্ণীতির জন্য পড়ে রয়েছে। বর্তমান সরকারের সময়ে কাজের গতি খুবই খারাপ এবং কাজের মানও খুবই নিন্মমানের।
এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান,মুরাদ গ্রামের জামে মসজিদ সংলগ্ন স্থানে কারিগরি কারণে রাস্তা থেকে ড্রেনের টপ উঁচু করায় ওয়ালের রড সর্ট পড়েছে। ঢালায়ের সময় ওয়ালের টপ ও স্ল্যাবের মধ্যবর্তি গ্যাপে রড বেঁধে ঢালাই করার কথা। কিন্তু নির্মান শ্রমিকেরা কাজে গাফেলতির কারণে এ জটিলতার সৃষ্টি হয়েছে। ভালভাবে রড বেঁধে ঢালাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনক্রমেই ময়লা পানি দিয়ে মিক্সার করা যেন না হয় সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।