নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের দু’জন শিক্ষক ও অফিস সহায়কের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিকুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে অত্র বিদ্যালয়ের অবসরজনিত বিদায়ী শিক্ষক( গণিত) মোঃ আসাদুল্লাহ রফিকুল ইসলাম(বাংলা) ও অফিস সহায়ক আব্দুল গনিকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এসময় নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সাইদুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুরুল হোদা, সাবেক সদস্য দেলোয়ার হোসেন ডালিম ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এটিএম নূরুল্লাহ উপস্থিত ছিলেন।