নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দারিদ্র বিমোচন, বেকারত্ব দ‚রীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বৈবুনিয়া আশ্রয়ন প্রকল্পে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলায় বিভিন্ন সময়ে সমাজের ছিন্নম‚ল হতদরিদ্র ভূমিহীন পুনবার্সিত ১১৩১ টি পরিবারকে বিভিন্ন বিষয়ে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষন দেওয়া হয়।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি,সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছা এশা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তাপস কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, ভেটেরিনারী সার্জন ডা: মো. আল মুক্তাদির রাব্বি , সমাজ সেবা কর্মকর্তা মো. মাহবুব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম মিয়া,সমবায় কর্মকর্তা হোসনেয়ারা, উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা এস এম জাহিদ হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন বিশ^াস, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. রুবেল শেখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ ১৮ জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে দারিদ্রতা দ‚রীকরণ ও আর্থিক সাবলম্বি হওয়ার কৌশল ও জীবনযাত্রার মান উন্নয়ন দারিদ্র বিমোচন, বেকারত্ব দ‚রীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ ভ‚মি ব্যবস্থাপনা বিষয়ে ধারণা প্রদান ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, বিষমুক্ত ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে সবজি ও ফল চাষ, ব্যাগিং পদ্ধতিতে মানসম্মত ফল উৎপাদন, ভার্মিকম্পোষ্ট উৎপাদন দুগ্ধজাত দ্রব্যাদি উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ সহগরু মোটাতাজা করনসহ হাস মুরগী কবুতর পালন ও স্বল্পপরিসরে ছাগল ভেড়া পালন ও বাজার জাত উপক‚লীয় ও সামুদ্রিক মৎস্যজীবিদের জন্য দায়িত্বশীল মৎস্য আহরণ প্রশিক্ষণ, বানিজ্যিক ভাবে মাছ চাষ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল ও মাছের প্রজনন খাদ্য ব্যবস্থাপন আত্মকর্মসংস্থান সৃষ্টি পুজিগঠন এবং বিনিয়োগের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হস্তশিল্পের বিভিন্ন নকশা আঁকা ও তৈরি সহ দারিদ্র্য বিমোচন ও ঋণ কর্মস‚চি ও হস্তশিল্প (ব্যাগ তৈরি) প্রশিক্ষণ দক্ষ জনশক্তি তৈরী এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ক সুযোগ সুবিধা বিষয়ক গ্রামীণ জনগণের দক্ষতা বৃদ্ধি করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরী এবং ক্ষুদ্র ব্যবসা শুরু এবং পরিচালনা বিষয়ক অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মস‚চী, কাজের বিনিময় খাদ্য গ্রামীণ জনগণের দক্ষতা বৃদ্ধি করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরী, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য আত্মকর্মসংস্থান ও আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি বলেন, উপকারভোগী পরিবারের চাহিদা মোতাবেক ১৮টি ভেন্যুতে পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। এতে উপকারভোগী পরিবার সম‚হ দক্ষ জনশক্তিতে পরিনত হয়েছে। তারা এখন নিজেরাই স্ব উদ্যেগে কর্মসংস্থান তৈরী করতে পারবে। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা নতুন দক্ষতা অর্জন করে নিজেদের জীবনযাত্রার মানোন্নয়নে আরও একধাপ এগিয়ে যেতে পারবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner