নাজিরপুরে বিনা মূল্যে পিপিআর টিকা প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন

নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধি:

 

প্রাণিসম্পদ অধিদপ্তর এর পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে,পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। দেশ ব্যাপী ছাগল ও ভেড়া পিপি আর রোগ মুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে নাজিরপুরের ৯টি ইউনিয়নে বিনা মূল্যে পিপিআর টিকা প্রদান  কর্মসূচীর শুভ উদ্বোধন হয়।

 

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।

 

এই কমর্সুচীটি অদ্য ১ অক্টোবর থেকে শুরহয়ে ১৮ অক্টোবর পযন্ত চলবে। কর্মসূচী সফল করতে প্রতিটি ইউনিয়নে ২ সদস্য বিশিষ্ট ২ টি টিম উপজেলার প্রায় ৩৫০০০ ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *