খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুরের নেছারাবাদে চাঁদাবাজির অভিযোগে জাকির খান নামে এক যুবদল নেতার বিরুদ্ধে থানায় মামলা করেছে এক যুবদল কর্মী। আসামী জাকির খান নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। আসামী জাকির খান নিজেকে ঢাকার বাড্ডা থানার একটি ওয়ার্ডের সহ-সভাপতি বলে দাবি করেছেন।
বাদী আল-আমীন ফেরদৌস জানায়, ফেসবুকে ওই যুবদল নেতার বিরুদ্ধে চাদাবাজির ষ্ট্যাটাস দেয়ায় আমাকে রাস্তায় ফেলে বেদম মারধর করে এবং আমার একটি মোবাইল সহ দশ হাজার টাকা ছিনিয়ে নেয়। সেই মারধর সহ চাঁদাবাজির অভিযোগে জাকির খানকে আসামী করে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করি। মামলা করার তিন দিন অতিবাহিত হলেও ধরাছোয়ার বাইরে রয়েছে আসামী জাকির খান। পুলিশ বলছে আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মামলার এজাহার সূত্রে জানাযায়, আসামী জাকির খান সমুদয়কাঠি গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। জাকির খান সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামের জনৈক ননি সরকারের বাড়ীর জমিজমা বিরোধ নিয়ে একটি শালিস মিমাংসার জন্য একই গ্রামের আল-আমীন ফেরদৌসের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আল-আমীন সেই চাদা দিতে অস্বীকৃতি জানালে ননী সরকারের ছেলে শম্ভু সরকারের নিকট ১০ হাজার টাকা চাঁদা নেয়। বিষয়টি নিয়ে আল-আমীন ফেরদৌস ফেসবুকে জাকির খানের বিরুদ্ধে চাদাবাজির পোষ্ট দেয়। এতে জাকির ক্ষিপ্ত হয়ে আল-আমীনকে রাস্তায় পেয়ে বেদম মারধর করে এবং তার একটি মোবাইল সহ দশ হাজার টাকা ছিনিয়ে নেয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমীন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসমীকে গ্রেফতারের চেষ্টা চলছে।