ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে বরগুনায় শোভাযাত্রা ও পথসভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

বরগুনায় জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার দাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার একশন এইড বাংলাদেশ, সাকো, প্রান্টজন ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ-এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ডোক্যাপের ব্যবস্থাপনায় আয়োজিত শোভাযাত্রাটি বরগুনা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।

ঢোক্যাপ’র নির্বাহী পরিচালক মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিপিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, ফটো সাংবাদিক আরিফুর রহমান প্রমুখ।
পথসভায় বক্তারা জানান, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ বিভিন্ন সময়ে র‍্যালি, আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করেছে, যার মাধ্যমে তারা জ্বালানি রূপান্তরের জন্য জলবায়ু ঝুঁকি মোকাবিলা, নবায়নযোগ্য শক্তি নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব নীতির দাবি জানায়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ