মোঃ রফিকুল ইসলাম খান,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ওএমএস’র ডিলার লটারীর মাধ্যে নির্ধারণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ টি ইউনিয়নে ২৫ জনকে নিয়োগ দেয়া হয়। প্রত্যেক ইউনিয়নে একাধিক আবেদন পড়ায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে লটারী পদ্ধতি নেয়া হয়। একটি ছোট শিশুকে দিয়ে লটারী করানো হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস কতৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসের পরিচালনা
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসিবুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,খাদ্য গুদম ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও সিএ আব্দুল বারিক।