পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার ৩ জুয়াড়ী

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ

পাইকগাছা থানা পুলিশ অনলাইনে জুয়া ওয়ান এক্স বেট পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের তিন মাষ্টার এজেন্টকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, এলাকার সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন অনলাইনে জুয়া পরিচালনা করার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছিল। নিঃস্ব হচ্ছে হাজার হাজার যুবক, জড়িয়ে পড়ছে অপরাধ জগতে।  শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার নাবা গ্রামের সিরাজ গাজীর ছেলে মোঃ ইকবাল হোসেন(৩২), নগর শ্রীরামপুর গ্রামের কুদ্দুস গাজীর ছেলে জাহিদুল ইকবল জয়(২৮), রেজাকপুর গ্রামের তোরাব আলী সরদারেরর ছেলে রফিকুল ইসলাম  সাগর (২৮) ওয়ান এক্স বেট অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় প্রলুব্ধ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ই- ট্রানজেকশন লেনদেন এর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ আরিফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহামুদ এর নের্তৃত্বে  উপ পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান, শামীম রেজা ও আলামীন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল তার নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাদেরকে পাইকগাছা থানার সাইবার নিরপত্তা ১০ নং মামলার সন্ধিগ্ধ  আসামি বলে জানিয়েছেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আল-আমীন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহামুদ জানান  পাইকগাছা থানার ৪ এপ্রিল সাইবার নিরাপত্তা ১০ নং মামলায় সন্দিগ্ধ আসামিদের কে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছে থাকা মোবাইলে অন এক্স বেট খেলার তথ্য পাওয়া যায়। তারা মুলত অনলাই জোয়ার মাষ্টার এজেন্ট। রোববার দুপুরে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement