মোঃ রফিকুল ইসলাম খান,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে জামিন ও রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হয়। উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এখানে উল্লেখ্য গত ১৬ অক্টোবর বুধবার ভোর রাতে তাকে পুটুয়াখালীর মহিপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে র্যাব -৬ ও র্যাব -৮ যৌথ অভিযানে গ্রেপ্তার করে সাবেক এমপি রশীদুজ্জামান কে ।
১৭ অক্টোবর বৃহস্পতিবার তাকে খুলনার পাইকগাছা থানায় সোপর্দ করা হয়। পরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ২০২২ সালের একটি মারামারি বিস্ফোরক দ্রব্য আইনে তাকে গ্রেপ্তার করা হয়।বুধবার সকালে সরকার পক্ষ তার ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। জামিন শুনানিতে আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড,শেখ তৈয়েব হোসেন নুর ও বিপক্ষে ছিলেন বিএম ইকরামুল হক। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে থানা হেফাজাতে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন । এ সময় সেনাবাহিনী ও পুলিশ রশীদুজ্জামানকে কঠোর নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে যান ।