পাইকগাছা,প্রতিনিধি :
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে রোববার দুপুরে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বেলাল।
বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম ডি আনিছুর রহমান, অ্যাডভোকেট ইসকান্দার মির্জা, রেজাউল ইসলাম মোখলেসুর রহমান কাজল, জাহিদুর রহমান লিটন, শিমুল গোলদার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক ও প্রথম যুগ্ম আহবায়ক ইউনুস মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শামীম জোয়ারদার, রাজিব নেওয়াজ, সাদ্দাম হোসেন, বিশ্বজিৎ সাধু, ইউনিয়ন আহবায়ক ও সদস্য সচিবদের বক্তব্য রাখেন মিনারুল ইসলাম মিন্টু, বাকি বিল্লাহ বকুল, শফিয়ার রহমান, আক্তার গাজী, জিয়ারুল ইসলাম, ইমান আলী, জিয়াউল ইসলাম, আলমগীর হোসেন, আসলাম পারভেজ, আজহারুল ইসলাম, খানজাহান আলী গোলদার, মাওলাদ হোসেন, শামীম সরদার, আল আমিন মোড়ল, আমিরুল ইসলাম, রব্বানী মোড়ল, আব্দুল মজিদ সরদার, মোহাম্মদ আলী, হাবিবুর রহমান, খুরশীদ আলম, সোহেল গাজী, তরিকুল ইসলাম, মামুন প্রমূখ।