পাথরঘাটায় নারী পরিবারের জমি দখলকরে বিল্ডিং নির্মাণের অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ জাফর ইকবাল ,পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের বেতমোর এলাকায় নারী পরিবারের  জমি দখল করে  জোরপূর্বক পাকা বাড়ি  নির্মাণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় মোসাঃ মুন্নি বেগম নামে এক নারী বাদী হয়ে একই এলাকার মোঃ খলিলুর রহমান কাঞ্চন লস্কর  এর ছেলে মোঃ জসিম (৫০),  মোঃ জহির (৫৩), সাইফুউদ্দিন বাবু (৩০)মোঃ তানভীর রহমান (৩৬) ও  নুরুল ইসলাম মুন্সীর ছেলে মোঃ খোকন মুন্সী (৫০) এবং সাইফুউদ্দিন বাবুর স্ত্রী মোসাঃ ফাহিমা আক্তার (২৮) কে আসামি করে চলতি বছরের ২৩ এপ্রিল পাথরঘাটা ম্যাজিস্ট্রেট আদালত, ৬ মে পাথরঘাটা নির্বাহী আদালত এবং ১৮ জুন বরগুনা জজকোর্টে মামলা করাসহ ৫ মে ও ১১ জুন পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েও মুন্নিদের সক্ষম  কোন অভিভাবক না থাকায় এবং প্রতিপক্ষ প্রভাবশালী ও ধণাঢ্য হওয়া কোন রকম রক্ষা করতে পারছেনা মুন্নিরা তাদের বসত ভিটা।

খলিলুর রহমান কাঞ্চন লস্কর এর নেতৃত্বে  মুন্নিদের বসত ভিটায় জোর করে পাকা বাড়ি নির্মাণ করে আসছেন উল্লেখিত জহির গং এমটা অভিযোগ করেছেন মুন্নির পরিবার। সরেজমিন বেতমোর এলাকায় গিয়ে বাড়ির নির্মাণের কাজ করতে দেখা গিয়েছে।

ভুক্তভোগী মুন্নিদের পরিবার সূত্রে জানা গেছে, তারা পরিবারে তিন বোন তাদের সক্ষম কোন লোকজন না থাকায় আইনের আশ্রয় নিয়ে কোন প্রতিকার পাচ্ছে না তারা। প্রতিপক্ষ টাকা ও গায়ের জোরে কোন আইন আদালতের তোয়াক্কা করছেনা বলে অভিযোগ স্থানীয় একাধিক ব্যক্তির।

মামলা সুত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের  বেতমোর গ্রামের ১নং বেতমোর মৌজার এসে এ ৭৮নং খতিয়ানের হাল ১২২৪ দাগের ১২ শতাংশ  জমি নিয়ে মুন্নিরা মামলা করার পরেও প্রতিপক্ষ খলিলুর রহমান কাঞ্চন লস্করের নেতৃত্বে তার ছেলেরা  জোরপূর্বকভাবে ওই জমিতে পাকা ঘর নির্মাণ করে আসছে। পাথরঘাটা থানা পুলিশ উক্ত  জমিতে বাড়ি নির্মাণ কাজ বন্ধে ও উভয় পক্ষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিষেধ করলেও প্রশাসনের আইনের প্রতি বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে উক্ত জমিতে সাইফুদ্দিন বাবু গং পাকা বাড়ির কাজ অব্যহত রাখছে। মামলার বাদী মোসাঃ মুন্নি বেগম বলেন, আমাদের পৈতৃক সম্পত্তিতে বাড়ি নির্মাণ করে গাছপালা লাগিয়ে ভোগদখল করে আসছিলাম হঠাৎ প্রতিপক্ষ খলিলুর রহমান কাঞ্চন লস্করের ছেলে  সাইফুদ্দিন বাবু গং আমাদের জমি দখল করে পাকা ঘর নির্মাণ করা শুরু করে এবং আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মুন্নি বলেন আমরা তিনটি বোন আমাদের কোন ভাই নাই আমাদের বাবা নাই আমাদের একটি ভাই ছিল সেই ভাইকেও ইতিপূর্বে প্রতিপক্ষরা হত্যা করেছে,  এখন আমাদের সক্ষম কোন লোক না থাকার সুজগে জহির গং আমাদের জমি দখল করে আসছে।

তিনি বলেন আমরা এব্যাপারে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।  জানতে চাইলে অভিযুক্ত সাইফুউদ্দিন গংদের পক্ষে মোঃ জহির রায়হান  অভিযোগ অস্বীকার করে পাকা বাড়ি নির্মাণাধীন জমি তাদের বলে তিনি দাবি করে তিনি বলেন মুন্নিদের জমি অন্য স্থান থেকে দেওয়া হয়েছে। জহির রায়হান বলেন মুন্নিদের জমি দেয়ার পরেও অহেতুক বিভিন্ন জায়গায় মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement