মোঃ আসাদুজ্জামান :
বরগুনার পাথরঘাটার নাচনাপাড়ায় খুলনা থেকে আসা বরগুনা গামি সার বোঝাই একটি ট্রাক উল্টো দিকে থেকে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই অন্য একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সারা বোঝাই ট্রাকটি পাশে একটি পুকুরে পড়ে যায়।
আজ বুধবার সকাল দিকে নাচনাপাড়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে ড্রাইভার ও ট্রাকের হেলপারের আহত হয়। তাদেরকে পাথরঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গাড়ি নং ঢাকা মেট্রো-ট 167666, ড্রাইভারের নাম: মোঃ আরিফ মিয়া।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ঘটনা শুনেছি ড্রাইভার ও হেলপার দুজনকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রাইভার সুস্থ আছে।গাড়ি উদ্ধারে কাজ চলছে।