পাথরঘাটা কৃষকের মাঝে ব্র্যাক এর বীজ ধান বিতরণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ জাফর ইকবাল ,পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটায় বেসরকারি সংস্থা ব্র্যাক ২ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ করেছেন।ব্র্যাক এর পাথরঘাটার তালতলা নিজস্ব অফিস প্রাঙ্গণে  গত  ২৫ জুন বুধবার   এ বীজ ধান বিতরণ করা হয়।

বীজ ধান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান , ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (বরগুনা) মোঃ মাহমুদুল হাসান,ব্র্যাকের বরগুনা জেলা সমন্বয়ক মোঃ মারুফ পারভেজ, এলাকা ব্যবস্থাপক (দাবি) পাথরঘাটা মোঃ ফয়সাল আহমেদ, ব্র্যাকের অপারেশন ম্যানেজার (রেইন ফল লাইফ) কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান খান,ব্রাঞ্চ ম্যানেজার পাথরঘাটা শাখা (দাবি)সঞ্জিত গোলদার ,ব্রাঞ্চ ম্যানেজার (বর্গা চাষী উন্নয়ন প্রকল্প) শংকর বিশ্বাস, সহকারি ব্যবস্থাপক (দাবি) পাথরঘাটা  মোসাম্মাৎ মুন্নি আক্তার, উপজেলা হিসাব ব্যবস্থাপক পাথরঘাটা পরিবেশ দেবনাথসহ প্রমুখ।

এ সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণের জন্য ব্রাককে  ধন্যবাদ জানিয়ে বলেন ব্র্যাক সব সময় প্রান্তিক কৃষকদের চিন্তা করে বিভিন্ন রকমের সহযোগিতা করে আসছে এজন্য ব্র্যাক প্রশংসার দাবি রাখে।

তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ব্রাক কর্তৃক পাওয়া উচ্চ ফলনশীল ধানের বীজ যথাযথ ভাবে চাষ করলে যেমন নিজেরা লাভবান হবেন তেমন দেশের খাদ্যের ঘাটতি কমবে তাই আপনারা এই ধান যথাযথ নিয়মে চাষ করবেন।

ব্র্যাকের পাথরঘাটা শাখার উদ্যোগে বিতরণকৃত উন্নত জাতের আমন ধানের বীজ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রান্তিক কৃষক মোহাম্মদ খাইরুল ইসলাম, তিনি বলেন ব্র্যাক সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেন, বিভিন্ন দুর্যোগের সময় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হলে তারা বিভিন্ন সহযোগিতা করেন।

অন্য  একজন প্রান্তিক কৃষক মোসাম্মৎ বিউটি বেগম বলেন , ব্র্যাকের এরকম সহযোগিতা আগেও পেয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতির সময় এরকম উচ্চ ফলনশীল ধান বীজ পেয়ে আমরা অনেক খুশি, আমরা এটা ভালোভাবে চাষাবাদ করে আর্থিকভাবে লাভবান হতে পারব ,খাদ্য সংকট বা নিরাপত্তাহীনতা কিছুটা হলেও কমাতে পারবো।

ব্র্যাকের পাথরঘাটা শাখার শাখা ব্যবস্থাপক (বর্গা চাষী উন্নয়ন প্রকল্প) শংকর বিশ্বাস বলেন, ব্রাকের পক্ষ থেকে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে এরকম উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করতে পেরে আমরা গর্ব অনুভব করি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের প্রান্তিক ও গরিব অসহায় মানুষের পাশে থেকে সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement