পিআর পদ্ধতি নয়, মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ দিন- রিজভী

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সোহেল আহাদ(ব্রাহ্মণবাড়িয়া):

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। পিআর পদ্ধতিতে নির্বাচনের মানেই বাংলাদেশের মানুষ বোঝে না। এ দেশের মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ দিন। এ দেশের মানুষ ব্যক্তি দেখে, আর দলীয় প্রতীকের মার্কা দেখে ভোট দেয়। তাই পিআর নির্বাচন অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচিতে সবকিছু পরিষ্কারভাবে লেখা হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহব্বান  জানান তিনি। রুহুল কবির রিজভী আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, মোস্তাক মিয়া, আহসান উদ্দিন খান শিপন, মো. জহিরুল হক খোকন, হাফিজুর রহমান মোল্লা (কচি), অ্যাড. মো. শফিকুল ইসলাম, অ্যাড. গোলাম সারোয়ার খোকন, অ্যাড. আনিছুর রহমান মঞ্জু, আলহাজ্ব এ.বি.এম. মমিনুল হক, অ্যাড. মো. তরিকুল ইসলাম রুমা, মো. আলী আজম, মো. আসাদুজ্জামান শাহীন, মিজানুর রহমান, মনির হোসেন, ডা. নাজমুল হুদা বিপ্লব প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ