পিরোজপুরে জাতীয় সমবায় দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় অধিদপ্তর এর যৌথ আয়োজনে সার্কিট হাউস থেকে র‌্যালি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সমবায়ের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মোঃ সাখাওয়াত হোসেন, জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দসহ বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, সমবায় এর কনসেপ্ট সঠিকভাবে কাজে লাগাতে পারলে এর মাধ্যমে সমষ্টিগত উন্নয়ন সম্ভব। আমরা সকলে মিলে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতায় নতুন উদ্যমে কাজ করে বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। সকলকে ধৈর্য্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি দেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। পরে শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে গৌরব বহুমুখী সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ সমবায় সংগঠক হিসেবে পুরস্কার পেয়েছেন এপেক্সিয়ান মাহাতাব উদ্দিন রিপন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *