খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
“এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ৩০ জন হাইস্কুল শিক্ষকদের নিয়ে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নাটাব পিরোজপুর জেলা শাখার আয়োজনে থানা রোডস্থ হোটেল নায়োরী অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান।
নাটাব পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও ফিল্ড সুপার ভাইজার মোঃ শাহিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, ডাঃ মোঃ আরিফ হোসেন। সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, সঠিক সময়ে চিকিৎসা করলে যক্ষ্মা রোগ ভালো হয়। যক্ষ্মা কোন মরণব্যাধি রোগ নয়, এটি নির্ণয়ে কোন টাকা লাগেনা। যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টিবি ক্লিনিক ও ব্র্যাক এনজিও কাজ করে থাকেন। যক্ষ্মা রোগ নির্ণয় হলে ঔষধ ফ্রিতে দেওয়া হয় এবং কোন ধরনের টাকা লাগেনা।