পিরোজপুরে মৎস্য অবতরণ কেন্দ্রের অবতরণ ও বিপনন কার্যক্রমের উদ্ভোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের পাড়েরহাটে বিএফডিসির মৎস্য অবতরন কেন্দ্রের অবতরন ও বিপনন কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান আনুষ্ঠানিকভাবে মাছ বেচা-কেনার মাধ্যমে অবতরন ও বিপনন কার্যক্রম উদ্ভোধন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুগ্ম সচিব শাহ মোমেন, বিএফডিসি’র পরিচালক (উপ-সচিব) অদ্বৈত চন্দ্র দাস, স্থানীয় সেনা ক্যাম্পের ইনচার্য লেঃ কর্ণেল আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হোসেন খান, পাড়েরহাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মহিউদ্দিন মল্লিক, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, ও মাছ ব্যবসায়ী মোস্তফা আকন প্রমুখ।

২০২১ সালে স্বাস্থ্যসম্মত উপায়ে মৎস্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের জন্য মৎস্য অবতরণ কেন্দ্র নির্মান কাজ শেষ হয়। এটি চালু হওয়ায় সরকারের অন্তত কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে মনে করছেন এই খাতের সংশ্লি¬ষ্টরা। এখানে নির্মান করা হয়েছে উন্নতমানের ১০ হাজার বর্গফুটের অকশন সেড, ৪০ জন আড়ৎদারের ব্যবহার উপযোগি দ্বিতল আড়ৎঘর, আইস প¬ান্ট, আবাসিক ভবন, অফিস ভবন, পন্টুন ও গ্যাংওয়ে, মাছ প্যাকেজিং করার জন্য প্যাকেজিং সেট, জেনারেটর কক্ষ, ইন্সপেকশন রুম, স্যানিটেশন ও পয়োনিস্কাশনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা। ২০২৩ সালের ২৭ অক্টোবর বিগত সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেছিলেন। কিন্তু শুরুতেই বিএফডিসি সুফলভোগীদের মধ্যে মতদ্বৈধতা ও অবকাঠামোগত প্রতিবন্ধকতা থাকায় এতদিন এর কার্যক্রম শুরু করা যায় নাই।

পাড়েরহাট মৎসজীবি সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো: মোস্তফা আকন বলেন, অবতরণ কেন্দ্রটি চালু হওয়ায় মৎস্য ট্রলার মালিক, জেলে, আড়তদার, পাইকারসহ সবাই এক জায়গায় মাছ ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবে।

পাড়েরহাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মহিউদ্দিন মল্লিক বলেন, পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র উদ্ধোধনের মধ্য দিয়ে সরকারের সময়োপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপের কারণে ইলিশের পুরোনো ঐতিহ্য ফিরে আসবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *