পিরোজপুরে সিরাতুন্নবী (সাঃ) ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুর সংবাদদাতা:

শনিবার বাংলাদেশ প্রবীণ হিতৈষী  সংঘ, পিরোজপুর জেলা শাখার অয়োজনে জেলা স্কাউট ভবন আয়তনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবন আদর্শ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংঘের সভাপতি অধ্যক্ষ অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ তালুকদার ও সংগঠনিক সম্পাদক গাজী এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান  আলোচক হিসেবে আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান (ইমাম ও খতিব, পুরাতন ঈদগাহ জামে মসজিদ, পিরোজপুর)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) আব্দুল লতিফ তালুকদার, সহ-সভাপতি মাস্টার হাবিবুর রহমান, সহ-সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক ডাঃ এম এ সালাম, কোষাধাক্ষ কাজী শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান  আলোচক হাফেজ মাওলানা হাফিজুর রহমান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *