পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিলের যাত্রা শুরু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

 

পিরোজপুর প্রেসক্লাব সদস্যদের কল্যাণার্থে শুক্রবার এক বিশেষ সাধারণ সভায় কল্যাণ তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি এ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় কল্যান তহবিল গঠনার্থে একটি খসড়া নীতিমালা উপস্থাপন করা হয়।

 

প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এস তানভীর আহমদের সঞ্চালনায় উক্ত নীতিমালা সংক্রান্তে বিভিন্ন প্রস্তাব ও মতামত প্রকাশ করে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি গৌতম নারায়ণ চৌধুরী, সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাবেক সভাপতি এ কে আজাদ, সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, সাবেক সভাপতি জহিরুল হক টিটু, প্রেসক্লাব সাবেক আহবায়ক জিয়াউল আহসান, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আফরোজ, প্রেসক্লাব সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, প্রেসক্লাব সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, ওয়াহিদ হাসান বাবু, রশিদ আল মুনান সুজন, হাসান মামুন, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হকসহ অন্যান্য সদস্যবৃন্দ  আলোচনা করেন।

 

সভায় উপস্থিত ৪৪ জন সদস্যের সকলে প্রস্তাবনার পক্ষে সমর্থণ দেন। সভায় প্রেসক্লাব সাবেক সভাপতি জহিরুল হক টিটু প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে একাদিক্রমে তিন বারের বেশি নির্বাচন না করতে পারার বাধ্যবাধকতা গঠনতন্ত্র থেকে উঠিয়ে দিয়ে উন্মুক্ত রেখে সংশোধনী আনার প্রস্তাব করেণ। ওই প্রস্তাব উপস্তিত ৪৪ জন সদস্যের ৪০ জন সদস্য সমর্থন করায় তা গঠণতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *