প্যারিসে কবি সোহেলকে ‘বিপ্লবী কবি’ আখ্যায়িত 

প্যারিসে কবি সোহেলকে 'বিপ্লবী কবি' আখ্যায়িত 
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব সংবাদদাতা:

প্যারিসে কবি সোহেল আহমদের সম্ভবের ডানা ও দাবানল (দ্বৈত) কাব্যগ্রন্হের পেছনের গল্প ও আলোচনা অনুষ্ঠান গত রবিবার সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আয়ারল্যান্ডে কর্মরত  চিকিৎসক, আন্তর্জাতিক কলামিস্ট  ডা. জিন্নুরাইন জায়গিরদার ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস যুক্তরাজ্য’র সভাপতি, ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হুসেন টিপু।

আয়োজক সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস BASK ফ্রান্সের  উপদেষ্টা সেলিম আহমদের সভাপতিত্বে, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক তাজ উদ্দিন ও সিনিয়র যুগ্ম সম্পাদক ময়নুল হকের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারী রাজু আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক নজমুল হক, কবির পরিচিতি তোলে ধরেন প্রবীন কথা সাহিত্যিক মনির কাদের।কাব্যগ্রন্হের উপর আলোকপাত করেন কবি ও সাংবাদিক শাহ সুহেল আহমদ। কবি’র লেখনির অনুভূতি প্রকাশ করেন  সম্ভবের ডানা ও দাবানল (দ্বৈত) কাব্যগ্রন্হের রচয়িতা কবি সোহেল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস যুক্তরাজ্য’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুক আহমদ, যুক্তরাজ্যের বিস্টল সিটির সাবেক লর্ড মেয়র ফারুক চৌধুরী, বাংলাদেশ জার্নালিষ্ট ইউনিয়ন ফ্রান্সের সভাপতি মান্নান আজাদ, সলিডারিতে আঁজি ফ্রন্সের চেয়ারম্যান এম কে নয়ন, ফ্রান্স বাংলাদেশ কনিউনিটি নেতা সৈয়দ রাজা, সিলেট সোশ্যাল ক্লাব ফ্রান্সের সভাপতি এখলাসুর রহমান, কমিউনিটি ব্যাক্তিত্ত্ব রেজাউল করিম, অনলাইন এক্টিভিষ্ট মীর জাহান, সাবেক সভাপতি ফেরদৌস আলম(যুক্তরাজ্য), গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস যুক্তরাজ্য’র সহ-সভাপতি ইকবাল হুসেন, ব্যবসায়ী জুনেদ আহমদ, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সহ সভাপতি আলতাফুর রহমান, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনায়েত সুহেল, লিগ্যাল এইডের পরিচালক আজাদ মিয়া, ফরাসী শিক্ষক সৈয়দ মন্জুরুল কাদির ইরফান, কথা সাহিত্যিক ইসরাত ফ্লোরা, মিসেস ফারুক চৌধুরী, সৈয়দ নিপা, সংগঠনের উপদেষ্টা জবরুল ইসলাম, মানবাধিকার পরিবেশবাদী সংবাদিক  শেখ এমরান, সাংবাদিক অনুক্ত কামরুল।

বক্তারা বলেন, দীর্ঘ ফ্যাসিবাদের সময় কবিতার মাধ্যমে যে বিপ্লব তিনি সৃষ্টি করেছেন, স্বৈরাচারের রক্ত চক্ষু উপেক্ষা করে দাবানলের মত যে দ্রোহের আগুন ছড়িয়েছেন, রাজপথে থাকা ছাত্র জনতাকে বিপ্লবে উদ্বুদ্ধ করেছেন, শক্তি যোগিয়েছ্ন স্বপ্ন দেখিয়েছেন নতুন সম্ভাবনার ইতিহাস তা মনে রাখবে। প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্তরে তার স্বরচিত আগুন ঝরা কবিতা পাঠে ফ্যাসিবাদ পতনের সহায়ক হিসেবে কাজ করেছিল। অনুষ্ঠানে তার সৃষ্টি আরো অনেক ক্ষুরধার সাহসিক কবিতার জন্য তাকে ‘বিপ্লবী কবি’ আখ্যায়িত করেন।

আলোচনা অনুষ্ঠানে এছাড়া উপস্হিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব সিলেট সদর ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স’র সাবেক সভাপতি শাহ জামাল, প্রবীন মুরব্বি লুৎফুর রহমান, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস যুক্তরাজ্য’র কোষাধ্যক্ষ মিকাইল চৌধুরী, প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক সাব্বির আহমদ সাহেদ, প্রচার সম্পাদক আলী হুসেন, বাংলাদেশী বংশদ্ভুত ফরাসি নাট্য অভিনেতা  শোয়েব মুজাম্মেল, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ জেলাস, বাংলা মাল্টিমিডিয়ার সত্তাধিকারী ও রাজনীতিবিদ মুহিব আহমদ, ক্বারী মির্জা শফিকুল ইসলাম, সাবেক সজ্জন ছাত্রনেতা আবু সালেহ শামীম, রেকল আহমদ, কবি রুবেল আহমদ, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফ্রান্স প্রতিনিধি, বাংলা টিভির সাংবাদিক রাসেল আহমদ, আমাদের সময়ের পত্রিকার প্রতিনিধি আশিক আহমদ উল্লাস, সাংবাদিক বদরুল বিন আফরোজ, রাকিবুল হাসান, এসিস্ট্যান্ট সোশ্যাল রেজাউল করিম, সিরাজ সিকদার, মিনহাজ উদ্দিন, শাহরিয়ার হুসেন, ছয়ফুল আলম, দানিয়াল আহমদ, রাজু আহমদ, মেহেদি রনি, মহিউদ্দিন সুহেল, সুহেল আহমদ, মুহাম্মদ আল আমিন, সামাদুর রহমান অপু, জাহেদ আহমদ খান, ফয়সল ভুইয়া, সাবেক ছাত্রনেতা সামসুদ্দিন আহমদ, জুবের আহমদ শাহরাজ চৌধুরী রাহি, তুহিন চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, মিজানুর রহমান, এস এম আজিজ, কাইয়ুম আহমদ, নজমুল , জামিল আহমদ, রুহুল আমীন, আরিফ আহমদ, আবু সালেহ রতন, দিদার আহমদ, মন্জুর আলম, পারভেজ, শাহরিয়ার, তুহিন আহমদ তন্ময়, নাঈম আহমদ, জামিল আহমদ রায়হান, জাহানঙ্গীর আলম, ফখরুল ইসলাম, রেজাউল করিম, জুয়েল আহমদ, জাকির আহমদ, সজল আহমদ, রাজন আহমদ, মাজু আহমদ প্রমূখ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ