জিল্লুর রহমান (স্টার্ফ রিপোর্টার) বগুড়াঃ
বগুড়া প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে রোজউল হাসান রানু ও সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করেন ক্লাবের সদস্যরা সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে ভোট গননা করেন নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচনে মোট ১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সহ-সভাপতি পদে রাহাদ আহাম্মেদ বিটু (৯০) মীর সাজ্জাদ আলী সন্তোষ (৬৩) মীর্জা সেলিম রেজা (৬০) সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ (৮১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সবুর শাহ লোটাস পেয়েছন (৭১) ভোট যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে তোফাজ্জল হোসেন (৮৩) ও ছাইফুল ইসলাম (৭৯) কোষাধ্যক্ষ পদে তানভির হাসান রিমন (৮৪) দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু (৮৯) নির্বাচিত হয়েছেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহেদ (৮৬) μীড়া সম্পাদক পদে আব্দুর রহিম (৭৮) এবং পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন (৮৫) ভোটে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে মহসিন আলী রাজু (৮৮) এ্যাডভোকেট আব্দুল মান্নান (৮৪) আব্দুল রহিম বগরা (৮২) শামীম আহম্মেদ (৭৯) জহুরুল ইসলাম (৭৪) শাহ আলম শেখ মুক্তার (৬৯) সাহেদুজ্জামান সিরাজ বিজয় (৬৮) গোলজার হোসেন মিটু (৬৮) ভোট করে পেয়েছেন হারুন অর রশিদ তালুকদার (৬২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ক্সদনিক আমাদে কণ্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজি সেলিম আহম্মেদ বিবৃতিতে আশা প্রকাশ করে নব-নির্বাচিত কমিটি বগুড়া প্রেস ক্লাবকে আবার ও এগিয়ে যাবে।