বন্যার্ত মানুষের মাঝে কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ

ফেনী প্রতিবেদক:

কিছু কিছু এলাকায় বানের পানি নেমে গেলেও এখনও কাটেনি বানভাসী মানুষের দুর্ভোগ-দুর্দশা। নোয়াখালি-ফেনী ও তৎসংলগ্ন  বন্যা দুর্গত বিভিন্ন এলাকার প্রত্যন্ত অনঞ্চলে এখনও চলছে বিশুদ্ধ খাবার পানি,খাদ্যসামগ্রী ও ঔষধ সামগ্রীর হাহাকার। সুপেয় পানির অভাব ও পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকা সমূহে। বন্যা দুর্ঘত এসব এলাকায় সাহায্য করেে যাচ্ছেন সরকারি-বেসরকারি নানা সংস্থা ও দেশের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এরই ধারাবাহিকতায় আজ ৭ সেপ্টেম্বর শনিবার ফেনী সদর ও সোনাগাজী এলাকার বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরন করেছেন কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি। ফেনী সদর, সোনাগাজীর ৮নং ধলিয়া ইউনিয়নের ধলিয়া বাজার ও মধ্যম অলীপুর এলাকায় প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরন করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল,ভোজ্য তেল,আলু,পেয়াজ লবন ও কাপড় কাঁচা সাবান। এছাড়াও রয়েছে বস্ত্র সামগ্রী।

কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির সভাপতি সৈয়দ আবুল হোসেন খোকন ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান, মোঃ এরশাদ হোসেন,দপ্তর সম্পাদক মো. লিটন মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নিজাম উদ্দিন,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর মো. হাবিবুর রহমান, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শাহ আলম ফরাজী,সহ- মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা আক্তার, কার্যনির্বাহী সম্পাদক বনি আমিন,বিল্লাল হোসেনসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *