বরগুনা প্রতিনিধি:
বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সকালে বি এনপি কার্যালয়ে শহিদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। বেলা ১১ টায় বিএনপি, যুবদল ছাত্রদল তাতীদল স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে শহরে বিশাল রেলী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে সদর রোড এসে শেষ হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম সফিকুজ্জামান মাহফুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম জুয়েল।