মোঃ আসাদুজ্জামান
কৃষি সমৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এ কংগ্রেসে আলোচনা হয় পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থার নানা দিক নিয়ে।রবিবার সকাল দশটায় বরগুনা সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে “প্রোগ্রাম অন এগ্রিকালচার রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরগুনার উপ-পরিচালক জনাব রথীন্দ্রনাথ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইয়াছিন আরাফাত রানা এবং বরিশাল অঞ্চল PARTNER প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোসা: ফাহিমা হক। মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার বরগুনা সদর, বরগুনা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালে ও সাংবাদিক বিন্দু, অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও কৃষাণীরা অংশ নেন। তারা তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং উন্নত কৃষি পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
“PARTNER প্রকল্পের এই ধরনের উদ্যোগ গ্রামীণ কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করছে বলছেন সংশ্লিষ্টরা।