বরগুনা প্রতিনিধি:
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে হয়রানীমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার(২৬ নভেম্বর) বেলা সাড়ে এগারো টায় বরগুনা সম্মিলিত সনাতনী জাগরণ জোট বরগুনার সভাপতি গৌরাঙ্গ দাস শিবু সিকূারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, সুখদেব রায়,যুগল হালদার,শংকর দেবনাথ প্রমূখ।
শহরের আখরাবাড়ি মন্দির থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্তরে সমাবেশ অনুষ্টিত হয়।। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করতে হবে। সনাতনী জাগরন জোটের বিক্ষোভ ও সমাবেশ দেশ ব্যাপী ছড়িয়ে পড়বে তা নাহলে আরও ব্যাপক রুপ নেবে এবং এর দায় দায়িত্ব সব বর্তমান তত্তাবধায়ক সরকারকেই নিতে হবে।